১৯ ডিসেম্বরের ব্লগ দিবসটা তাহলে গায়েবই হয়ে গেল !

গত কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম। ঢাকার বাইরে থাকলে ব্লগে ঢোকা হয় না একদম। রাতে ঢাকায় ফিরে একটু ফেসবুকের মেমরি চেক করতেই টের পেলাম যে গতকাল ১৯শে ডিসেম্বর ছিল বাংলা ব্লগ ডে। ব্লগে ঢুকে দেখি ব্লগ ডে নিয়ে কারও কোনো পোস্ট নেই। কারও মনে থাকার কথা না অথবা মনে... বাকিটুকু পড়ুন












